০৫-০২-২০২৪-ইন্টার্নি সনদ, প্রশংসা প্রত্র ও মূল সনদ প্রত্র গ্রহন প্রসঙ্গে
Date: February 5, 2024এতোদ্বারা জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলজে এন্ড হসপিটালের বিগত সময়ের সাবেক সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের শুরু থেকে এ পর্যন্ত যে সকল ছাত্র-ছাত্রীগন এই কলেজ হইতে ০৪ বৎসরের শিক্ষা কার্যক্রম শেষ করে অত্র কলেজ হতে বিদায় নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ইন্টার্নি সনদ, প্রশংসা প্রত্র ও মূল সনদ প্রত্র গ্রহন করেননি, তাদের জন্য কলেজ হতে ইন্টার্নি সনদ, প্রশংসা প্রত্র ও মূল সনদ প্রত্র প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাই সকল ছাত্রছাত্রীদের অতিসত্ত্বর বিস্তারিত তথ্য জানার জন্য কলেজে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিশেষ প্রয়োজনে অনলাইনে তথ্য সংগ্রহ করুন।
নির্দেশক্রমে-
অধ্যক্ষ
ডা. মনিরুজ্জামান খান