জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্বাগতম

বাংলাদেশ একটি দরিদ্র জনবহুল এলাকা। এখানে প্রায় ১৬ কোটি মানুষ বাস করে।

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ছাড়া বর্তমানে অন্যান্য চিকিৎসা পদ্ধতি অবলম্বনে

কোন ক্রমেই পরিপূর্ণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব নয়। দেশের সর্বত্র সমাজ দরদী

হোমিওপ্যাথিক ডাক্তারগণ সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে

যাচ্ছেন। প্রতি বছর এই কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ডি.এইচ.এম.এস

ডিগ্রিধারী ডাক্তার বেরিয়ে যাচ্ছেন। সরকার ইতোমধ্যেই বাস্তবতার নিরীখে বিভিন্ন

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ করছে।

জাতীয় প্রয়োজনে বিশেষ করে জামালপুর জেলার আর্তপীড়িত মানবসেবায়

জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বেসরকারি চিকিৎসা

প্রতিষ্ঠান হিসেবে হোমিও চিকিৎসার প্রচার, প্রসার অধিকতর যোগ্য চিকিৎসক গড়ে

তোলা এবং জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবায় সুদৃঢ় ভূমিকা রাখবে

এটাই আমাদের প্রত্যাশা।

© সংরক্ষিত ২০২৪

কারিগরি সহায়তা: Sajjad Hossen