জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্বাগতম

প্রতিষ্ঠাতার পরিচিতি

জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজএন্ড হসপিটালের  প্রতিষ্ঠাতা ডা. মির্জা ওবায়দুল্লাহ্ ১৯৭৯ সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা হতে ডি.এইচ.এম.এস কোর্স সম্পন্ন করে জামালপুর জেলা শহরে চিকিৎসক হিসেবে আত্মনিয়োগ করেন। তিনি মানুষের সেবা দানের পাশাপাশি শহরের বুকে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্থাপনের চিন্তা করেন। অনেকের নিকট পরামর্শ করে সন্তোষজনক সাড়া না পাওয়ায় পরবর্তী সময়ে তিনি আলহাজ ডা. মো. আব্দুল জলিল, এস.এম ইউসুফ আলী ও খন্দকার আব্দুল মতিন সাহেবকে সঙ্গে নিয়ে ১৯৯২ সনে কলেজ প্রতিষ্ঠার প্রথম যাত্রা শুরু করেন।

প্রতিষ্ঠাতা সাহেব তার মাতার নিকট হতে রেজিস্ট্রিকৃত হেবা দলিল মূলে প্রাপ্ত একখন্ড ভূমি হতে ১ একর ৫০ শতাংশ কলেজ বরাবর দান করেন। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ নজরুল ইসলাম ৫০ শতাংশ ভূমি কলেজ বরাবর দান করেন। যার উপর কলেজ গেইট ও চলাচলের রাস্তা বিদ্যমান। প্রতিষ্ঠাতা সেই সঙ্গে কলেজ ভবন নির্মাণের জন্য নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা দান করেন। সরকারি অর্থায়ন ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতাও পাওয়া যায়, তন্মধ্যে আলহাজ হাসান মাহমুদ রাজার নাম উল্লেখযোগ্য। বর্তমানে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বহির্বিভাগ ভবন উল্লেখিত ভূমির উপর দন্ডায়মান। কলেজ সরকারি স্বীকৃতির বিষয়ে তদানীন্তন স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক ও পরবর্তী সময়ে ভূমিমন্ত্রী আলহাজ রাশেদ মোশাররফ সাহেবের অবদান প্রণিধানযোগ্য। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল তথা জামালপুর জেলার ছেলেমেয়েদের বেকারত্ব দূরীকরণ, দুঃস্থ ও রুগ্ন মানুষের সেবা পাওয়ার দ্বার উন্মোচিত হয়েছে। আমি প্রতিষ্ঠাতা সাহেবের এবং কলেজের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তি কামনা করছি।

© সংরক্ষিত ২০২৪

কারিগরি সহায়তা: Sajjad Hossen